মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬
মারুইজ আঁকলেন ৭০০ ছবি !
Home Page » ফিচার » মারুইজ আঁকলেন ৭০০ ছবি !বঙ্গ-নিউজ ডটকমঃ জন্ম থেকেই হাত নেই তার। কিন্তু তাতে থেমে থাকেনি এগিয়ে যাওয়া। শিল্পী মারুইজ কেদজিয়ারস্কি ১৬ বছর বয়সে উপলব্ধি করেন, তাকে এমন কিছু করে দেখাতে হবে পৃথিবীতে এর আগে যা কেউ করেনি। ছবি আঁকায় মন দেন মারুইজ। পেন্সিল দিয়ে সাদা কাগজে পেন্সিল বোলাতে বোলাতে এমন এক সৃষ্টি তিনি করেন যা কেবল ভাবনা আর ভাবনা। ভাবতে পারেন বলেই সৃষ্টি করতে পারেন।
নিজের জীবনের ১৫ হাজার ঘণ্টা সময় দিয়েছেন পেন্সিল আর সাদা ক্যানভাসকে। ৭ বছরে এঁকেছেন ৭০০ ছবি। তার স্বীকৃতিও পেয়েছেন। ২০১৩ সালে ভিয়েনাতে জিতেছেন বিশ্বশিল্পীর সম্মান।
কেদজিয়ারস্কির শিল্পকর্মের নাম ‘মারুইজ ড্রস’। বার্লিন, লন্ডন, আমস্টারডাম, প্যারিস, বার্সেলোনা, ভেনিস, রোম, এথেন্সের রাস্তায় শিল্পী মারুইজকে। এই শিল্পী যা আঁকেন তা ভাষায় ব্যক্ত করা যায় না। দেখে নিন তার চিত্রকর্ম।
bongo-news/AN
বাংলাদেশ সময়: ১:৫২:০৩ ২৪৩ বার পঠিত