শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬

মুক্তিযুদ্ধ দেখেননি শেখ মুজিব : রিজভী

Home Page » প্রথমপাতা » মুক্তিযুদ্ধ দেখেননি শেখ মুজিব : রিজভী
শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬



images1.jpg
বঙ্গ-নিউজঃ তিনি বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ দেখেনি, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে তিনি শুনেছেন। যুদ্ধের সময় তার কোন ভূমিকা ছিলনা।
স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা নেই তাদের জাতির পিতা বা স্বাধীনতার ঘোষক বানাতে চাইলেই বানানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসকদের এক সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী; গণতন্ত্র পুন:রুদ্ধার- সাংবিধানিক অধিকার সুরক্ষা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

রুহুল কবির বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক চিকিৎসার টাকা ও আইন কমিশনে চাকরির লোভে তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করেছেন। তার এই অপরাধে তাকে গ্রেপ্তার করে বিচার হওয়া উচিৎ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা উল্লেখ করেন নাই। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা নিয়ে বির্তক আছে।

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহেমেদ বলেছিলেন, ১০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তার এ বক্তব্যর জন্য খালেদা জিয়ার আগে তাজউদ্দীন আহমদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিৎ। এর পরে আরো অনেকেই শহীদদের বিভিন্ন সংখ্যার কথা বলেছেন।”

এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামে হত্যা মামলা হওয়া উচিৎ। শেখ হাসিনা বলেছিলেন আমার দলের একজন মারা গেলে অন্য দলের দশজন মারা হবে। তার এ বক্তব্য হত্যার হুমকির জন্য তাকে আসামি করে মামলা করা উচিৎ।”

আয়োজক সংগঠনের সহ সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দার, ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

bongo-news/AN

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৮   ২০৩ বার পঠিত