মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬
পাবনায় ২৪ ঘণ্টায় ২৮৬ শিশু হাসপাতালে
Home Page » সারাদেশ » পাবনায় ২৪ ঘণ্টায় ২৮৬ শিশু হাসপাতালে
বঙ্গ-নিউজ ডটকমঃ
পাবনায় ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২৮৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত বলে জানা গেছে। এছাড়াও গত এক সপ্তাহে পাবনা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুসহ প্রায় এক হাজার রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোববার পাবনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। ভর্তি শিশুদের সবাই শীতজনিত রোগে আক্রান্ত। কারো ডায়রিয়া, কারো নিউমোনিয়া, আবার কারো কারো জ্বরের পাশাপাশি সর্দি-কাশি। এ অবস্থায় ওষুধ সংকটসহ রোগীর স্বজনদের নানা অভিযোগ রয়েছে পাবনা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। তীব্র শীতে শীতজনিত রোগে প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। চিকিৎসক ও শয্যা সংকটের কথা স্বীকার করে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে ২৮৬ শিশু ভর্তি রয়েছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শৈত্যপ্রবাহ না থাকলেও আগামী দুই-তিনদিন এ রকম শীত থাকবে। রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৮ ২৪৯ বার পঠিত