মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬
ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ৩৫
Home Page » আজকের সকল পত্রিকা » ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ৩৫
বঙ্গ-নিউজ ডটকমঃ
ক্যামেরুনের উত্তরাঞ্চলে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৫জন নিহত হয়েছেন। সোমবারের এসব বোমা হামলায় আহত হয়েছেন ৬০জন। সিনহুয়া সংবাদমাধ্যমকে ক্যামেরুনের সেনাসূত্র জানিয়েছে, পাঁচজন নারী বেলা ১১.৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। ধারণা করা হচ্ছে ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুঁড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫জন নিহত ও ৬০জন আহত হয়েছেন।
বোদো শহরটি ক্যামেরুনের সবচে উত্তরাঞ্চলে নাইজেরীয় সীমান্তের কাছে অবস্থিত। নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত মাসে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বোদোতে নিজেদের উড়িয়ে দেয়। বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, নাইজার, চাদ এবং বেনিনের পাশাপাশি ক্যামেরুনও আঞ্চলিক জোটগত লড়াইয়ের অংশীদার। সূত্র: আলজাজিরা
বাংলাদেশ সময়: ১৬:০৮:২৪ ২৫৫ বার পঠিত