রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬
আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল
Home Page » আজকের সকল পত্রিকা » আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢলবঙ্গনিউজ ডটকমঃ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার আজ আখেরি মোনাজাত। এতে অংশ নিতে আজ রোববার ভোররাত থেকে মুসল্লিরা ছুটেছেন টঙ্গীর ইজতেমা ময়দানে। মোনাজাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ রোববার ফজরের নামাজের পর ভারতের মাওলানা সা’দ হেদায়ীত বয়ান করছেন। ইজতেমায় অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ছয়জন মুসল্লির মৃত্যু হলো।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম প্রথম আলোকে বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আজ বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা গেছে, ভোররাত থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় কেউ কেউ রিকশা দিয়ে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।
ভোগড়া বাইপাস এলাকায় কথা হয় গাজীপুরের সালনা এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছেন। চৌরাস্তার পর থেকে গাড়ি চলতে না দেওয়ায় হাঁটছেন। তাঁর মতো আরও হাজার হাজার মুসল্লি হেঁটে হেঁটে ময়দানে যাচ্ছে। ফজরের নামাজেও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নিয়েছেন।
আরও তিন মুসল্লির মৃত্যু
গতকাল শনিবার রাতে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদরের বাদুতলা এলাকার আব্দুল মাবুদ জোয়ারদার (৫২), জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার আব্দুর কাদের (৬০) ও কুমিল্লার মনুহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০) মারা যান। এর আগে গত শুক্রবার রাতে এক মালয়েশীয়সহ তিন মুসল্লির মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ৯:৪৭:৫৩ ৩৪৭ বার পঠিত