শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬

ফয়সাল হা‌বিব সা‌নি’র ক‌বিতা- `স্বাধীনতা কেনো অবহেলিত’

Home Page » সাহিত্য » ফয়সাল হা‌বিব সা‌নি’র ক‌বিতা- `স্বাধীনতা কেনো অবহেলিত’
শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬



12039733_175712306099310_2217218190766240525_n.jpgস্বাধীনতা কে‌নো অব‌হে‌লিত?ফয়সাল হাবিব সানি

………………………………..

অাজ অামাদের দেশ হানাদারদের কবল থেকে মুক্ত,

একাত্তরের রাজপথে ঢেলেছিলাম সাগর সমান রক্ত।

স্বাধীনতা অাজ বড়োই অবহেলিত,

কিন্তু, মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতাকে করেছিলো লালিত।

তাহলে, কি একাত্তরের স্বাধীনতায় ব্যর্থ?

অাজ মানুষ বুঝে শুধু নিজের সার্থ।

উঁচু-নিচু শ্রেণির মানুষ অাজ অনেক পার্থক্যে,

তাহলে, কি স্বাধীনতা পৌঁছে গিয়েছে একেবারেই বার্ধক্যে?

অাজ দেশে শুধুই সন্ত্রাসী, রাহাজানি, হানাহানি-

তাহলে, কি দেশ থেকে চলে গিয়েছে স্বাধীনতার বাণী?

অাজ দেশে চলছে কঠোর রাজনীতি,

তাহলে, কি মানুষ ভুলে গিয়েছে সকল ভালোবাসা ও প্রীতি?

অাজ দেশে রয়েছে কিছু সার্থান্বেষী মানুষ,

তারা দেয়া-নেয়া করে ঘুষ;

দেশের মঙ্গলে-

তারা কি লাগবে সোন্দলে?

তাদের কারণেই দেশটা অাজ রোষানলে,

দেশকে অামারা রক্ষা করতে পারি স্বাধীনতার বলে।

স্বাধীনতাকে যারা চিনেও চেনে না-

তারা কখনোই এদেশে থাকতে পারে না।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৯   ৪৩১ বার পঠিত