বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬
প্লট বাতিলের হুমকি শিল্পমন্ত্রীর!
Home Page » অর্থ ও বানিজ্য » প্লট বাতিলের হুমকি শিল্পমন্ত্রীর!
বঙ্গ-নিউজ ডটকমঃ
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরানোর বিষয়ে সরকারের বেধে দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হচ্ছে আজ। এবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু হুমকি দিলেন, ‘বেধে দেওয়া সময়ে যেসব ট্যানারি হাজারীবাগ ছাড়বে না, তাদের উকিল নোটিশ দেওয়া হবে। তাতেও কাজ না হলে প্লট বাতিল করা হবে।’ তিনি বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জেপেক্সকো-২০১৬- এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ হুমকি দেন। মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগ থেকে কারখানা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সাভারসহ নির্ধারিত স্থানে সরাতে হবে। এর ব্যত্যয় হলে সাভারের চামড়া শিল্পনগরীতে মালিকদের নামে বরাদ্দ করা প্লট বাতিল করা হবে।’ এর আগে গত ১০ জানুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সরানোর নির্দেশ দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাংলাদেশ সময়: ১২:৩৪:২৩ ৩৩৩ বার পঠিত