মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬

মেঘের আরেক নাম শিশির- আব্দুল আলিম।।

Home Page » সাহিত্য » মেঘের আরেক নাম শিশির- আব্দুল আলিম।।
মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ

মেঘের আরেক নাম শিশির
আবদুল আলিম
খালি পায়ে কে যায় হেঁটে,
মনের সমুদ্র তটে
বালুচর চর জুড়ে একেলা মেয়ে,
এলো চুলে ঢেউয়ের জলে ভিজে।
আজি বইছে মাতাল হাওয়া গন্ধে বিভোর হয়ে,
কে তুমি ওগো ঝিনুক বালার সাজে।
তুমি তো বেশ মায়াবী এতো অভিমান কেন তবে,
তোমারি দুখে সমুদ্র কাঁদিছে ফুঁপে ফুঁপে।
চোখ মুছে ফেলো এখানে কাঁদিতে নেই,
এযে পাথার, এযে নিথর সবি বুঝিতে পায়।
তুমি কে গো সমুদ্রের দুঃখ?প্রেম বুঝি?
দ্যাখো আমি তোমাকেই খুজছি।
হাতটা ধরতে দেবে,চেয়ে আছো যে,যাবে?
চলো ডুবে যায় হারিয়ে যাব ভেবে।
এখানে আজো কোন চর জাগেনি ধুধু অথৈ বারি,
তুমি ছুয়ে দিলে আসবে বলেছে বসন্ত বাহারি।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩৪   ৩৯১ বার পঠিত