মেঘের আরেক নাম শিশির- আব্দুল আলিম।।

Home Page » সাহিত্য » মেঘের আরেক নাম শিশির- আব্দুল আলিম।।
মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ

মেঘের আরেক নাম শিশির
আবদুল আলিম
খালি পায়ে কে যায় হেঁটে,
মনের সমুদ্র তটে
বালুচর চর জুড়ে একেলা মেয়ে,
এলো চুলে ঢেউয়ের জলে ভিজে।
আজি বইছে মাতাল হাওয়া গন্ধে বিভোর হয়ে,
কে তুমি ওগো ঝিনুক বালার সাজে।
তুমি তো বেশ মায়াবী এতো অভিমান কেন তবে,
তোমারি দুখে সমুদ্র কাঁদিছে ফুঁপে ফুঁপে।
চোখ মুছে ফেলো এখানে কাঁদিতে নেই,
এযে পাথার, এযে নিথর সবি বুঝিতে পায়।
তুমি কে গো সমুদ্রের দুঃখ?প্রেম বুঝি?
দ্যাখো আমি তোমাকেই খুজছি।
হাতটা ধরতে দেবে,চেয়ে আছো যে,যাবে?
চলো ডুবে যায় হারিয়ে যাব ভেবে।
এখানে আজো কোন চর জাগেনি ধুধু অথৈ বারি,
তুমি ছুয়ে দিলে আসবে বলেছে বসন্ত বাহারি।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩৪   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ