বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬

আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা।

Home Page » আজকের সকল পত্রিকা » আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬



 130830_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ

আগামী ৭২ ঘণ্টায় (তিন দিন) বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ২৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ছয়টা ৪৩ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:১০   ২৬৬ বার পঠিত