বুধবার, ৬ জানুয়ারী ২০১৬

কাল থেকে রাজধানীতে স্মার্টফোনের মেলা

Home Page » এক্সক্লুসিভ » কাল থেকে রাজধানীতে স্মার্টফোনের মেলা
বুধবার, ৬ জানুয়ারী ২০১৬



স্মার্টফোনের মেলায় তরুণদের ভিড়। ফাইল ছবি।স্মার্টফোনের মেলায় তরুণদের ভিড়। ফাইল ছবি।

বঙ্গনিউজ ডটকমঃ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬ ’। তিন দিনের এই মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮ পর্যন্ত। মেলায় আয়োজক এক্সপো মেকার কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টল থাকছে।


মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকেরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজনও।

চমক দেবে স্মার্টফোন ও ট্যাবের মেলা

কাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্ত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


মেলার টিকিটি ২০ টাকা। পরিচয়পত্র দেখিয়ে স্কুল শিক্ষার্থীরা বিনা টিকিটে ঢুকতে পারবে। টিকিটের অর্থ ব্লাড ক্যানসারে আক্রান্ত দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লতিফুল হকের চিকিত্সা খরচ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র¿বিতরণে ব্যয় হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫২   ২৬১ বার পঠিত