সোমবার, ৪ জানুয়ারী ২০১৬

৫ জানুয়ারি দলীয় কার্যালয়ের সামনে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি।

Home Page » আজকের সকল পত্রিকা » ৫ জানুয়ারি দলীয় কার্যালয়ের সামনে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি।
সোমবার, ৪ জানুয়ারী ২০১৬



 al -bnp

বঙ্গ-নিউজ ডটকমঃ

বিশেষ বিবেচনায় নিজ নিজ দলের কার্যালয়ের সামনে আগামীকাল বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে সমাবেশ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই অনুমতি দিয়েছে। ফলে আওয়ামী লীগ তাদের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় এবং বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ করতে পারবে। ২০১৪ সালের বিতর্কিত ৫ জানুয়ারির নির্বাচনের দিনকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আর বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। এই দিবস উপলক্ষে আওয়ামী লীগ রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানসহ ১৮টি স্থানে মঙ্গলবার সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়। একই দিন বিএনপিও সোহরাওয়ার্দীতে সমাবেশ পালনের কর্মসূচি দেয়। পরে দুটি দলই ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে (ডিএমপি) সমাবেশ করার অনুমতির জন্য আবেদন করে। ফলে উত্তেজনাকর পরিস্থিতিতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে বলেন, ‘জননিরাপত্তা বিঘ্নিত ও সংঘর্ষের আশঙ্কা থাকলে কাউকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না।’ এরপর বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগও বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৫   ২৬৩ বার পঠিত