সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
ক্যান্সারের কিছু কারণ জেনে নিন।
Home Page » স্বাস্থ্য ও সেবা » ক্যান্সারের কিছু কারণ জেনে নিন।
বঙ্গ-নিউজ ডটকমঃ
মারণঘাতি রোগ ক্যান্সারের বহু কারণ রয়েছে যা সবারই জানা। তবে এ লেখায় রয়েছে কিছু কারণ, যা সাধারণত জানা যায় না। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি কারণ। ১. ডিটারজেন্ট পাউডার কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত ডিটারজেন্ট পাউডারে থাকতে পারে বিপজ্জনক রাসায়নিক, যা ক্যান্সারের কারণ হতে পারে। ২০১১ সালে এক গবেষণায় ডিটারজেন্টে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সন্ধান পাওয়া যায়। এসব উপাদান থেকে বাঁচতে কাপড় ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। এছাড়া ডিটারজেন্ট দিয়ে যেন থালাবাসন ধোয়া না হয় এবং তা কোনোভাবে খাবারে না যায় এ বিষয়টি নিশ্চিত করতে হবে। ২. ভাঁজমুক্ত পোশাক কিছু পোশাক ভাঁজমুক্ত রাখার জন্য ফর্মালডিহাইড নামে একটি রাসায়নিক ব্যবহৃত হয়। এটি কিছু নতুন পোশাকেও ব্যবহৃত হয়। এ রাসায়নিকটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই কেনার পর ব্যবহারের আগে পোশাক ভালোভাবে ধুয়ে নিন। ৩. ফ্রেঞ্চ ফ্রাই, চিপস পোড়া পোড়া করে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই, কিংবা কড়া করে ভাজা চিপস থেকে ক্যান্সার হতে পারে। এছাড়া ব্রেড ও বিভিন্ন খাবারে ব্যবহৃত অ্যাক্রিলামাইড নামে রাসায়নিকটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এ তালিকায় আরও রয়েছে রাসায়নিকযুক্ত ডগনাট। ৪. ডিসপোজেবল খাবারের পাত্র ফাস্ট ফুডের দোকান থেকে তৈরি খাবার রাখার জন্য স্টাইরোফোম নামে হালকা প্লাস্টিকের একধরনের পাত্র ব্যবহৃত হয়। অনেক স্থানে পানীয় পরিবেশনের জন্যও স্টাইরোফোমের পাত্র ব্যবহৃত হয়। এগুলোর উপাদান দেহের ডিএনএ নষ্ট করে এবং ক্যান্সারের কারণ হয়। ৫. আর্সেনিকযুক্ত খাবার ও পানি আর্সেনিক দেহের ডিএনএ মেরামত পদ্ধতি নষ্ট করে দেয়। এতে ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কোনো স্থানের পানি পান করার আগে তা আর্সেনিক মুক্ত কি না নিশ্চিত হয়ে নিন। এছাড়া বাদামি চাল সহ কোনো কোনো খাবারেও জমা হতে পারে বাড়তি আর্সেনিক, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ৬. ইলেক্ট্রনিক সিগারেট ধূমপায়ীদের অনেকেই ঝুঁকি কমাতে ইলেক্ট্রনিক সিগারেটের দ্বারস্থ হচ্ছেন। নির্মাতারা এটি নিরাপদ বলে দাবি করলেও তা মোটেও সত্য নয়। ইলেক্ট্রনিক সিগারেটও ক্যান্সারের কারণ বলে জানিয়েছেন গবেষকরা। তাই ক্যান্সার থেকে দূরে থাকার জন্য যে কোনো সিগারেটই ত্যাগ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪৯ ৩২১ বার পঠিত