সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,টিয়ারসেল।
Home Page » সংবাদ শিরোনাম » ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,টিয়ারসেল।
বঙ্গ-নিউজ ডটকমঃ
প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষ্যে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৬জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। আজ সোমবার দুপুর ১টায় শহরের চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ঘোষীত ছাত্রলীগ প্রতিষ্ঠাবাষির্কীর র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। এ দিকে দুপুর পৌনে ১টায় বলাকা সিনেমা হলের সামনে থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত জেলা কমিটি প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি নিয়ে শহরের চৌরাস্তার দিকে আসলে সংঘর্ষে জড়িয়ে পরে। রাস্তায় আগুন জ্বালালে শহরে আতঙ্কে ছড়িয়ে পড়ে। মুহুর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়। লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ দু’গ্রুপের অন্তত ৬জন আহত হয়েছেন। এ ঘটনায় দু’গ্রুপই একে অপরের উপর দোষারোপ করেছে। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে দু’গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। এএসপি (সার্কেল) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪রাউন্ড টিয়াল সেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৪ ৩৩৩ বার পঠিত