সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পেই ভেঙে পড়বে ৭০হাজার ভবন।
Home Page » জাতীয় » ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পেই ভেঙে পড়বে ৭০হাজার ভবন।
বঙ্গ-নিউজ ডটকমঃ
বাংলাদেশে ঢাকার আশপাশের কোনো জেলাতেই যদি ৭ মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে তা হবে শহরটির জন্য একটি বিশাল বিপর্যয়। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে এমন একটি সরকারি প্রকল্প কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের পরিচালক মো. আব্দুল কাইউম একথা বলেছেন। তিনি বলেন, তারা এই প্রকল্পের অধীনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ নয়টি বড় শহরের ঝুঁকি নির্ণয় করেছেন। ঢাকার পাশে মধুপুরকে একটি ভূমিকম্প ঝুঁকি এলাকা মনে করা হয়। সেখানে ৭ বা ৭.৫ মাত্রার কোনো ভূমিকম্প হলেই ঢাকার সাড়ে তিন লাখ ভবনের মধ্যে ৭০,০০০ মতো ভবন ধসে পড়বে বা ক্ষতিগ্রস্ত হবে। আর তাতে ২০১০ সালে হাইতির পোর্ট অ প্রিন্সে ভূমিকম্পের পর যে ধরনের ধসের চিত্র দেখা গেছে ঢাকাতেও একই ভয়াবহ অবস্থা হবে। এ ধরনের কোনো বিপর্যয় হলে ঢাকায় লোকজনকে সরিয়ে নেয়ার কোনো যায়গা নেই। হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হলে ফিল্ড পর্যায়ে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরির কোনো যায়গা থাকবে না। আব্দুল কাইউম আরো বলেন, ঢাকায় সম্ভাব্য কোনো পরিস্থিতি সামাল দিতে স্বেচ্ছাসেবী তৈরি করা ছাড়া উপায় নেই। সে রকম ৬২,০০০ স্বেচ্ছাসেবী তৈরি করার উদ্যোগ নেয়া হলেও তার অর্ধেকই হয়নি। তিনি উদাহরণ হিসেবে রানা প্লাজা ধসের ঘটনা উল্লেখ করে বলেন, সেখানে স্বেচ্ছাসেবীরাই অনেক উদ্ধার কাজ করেছে।সূত্র: বিবিসি বাংলা
বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৬ ৩৩০ বার পঠিত