রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
মাইক্রোসফটের বুদ্ধিমান সেলফি অ্যাপ
Home Page » এক্সক্লুসিভ » মাইক্রোসফটের বুদ্ধিমান সেলফি অ্যাপবঙ্গনিউজ ডটকমঃ এবার গ্রাহকদের জন্য বুদ্ধিমান সেলফি অ্যাপ চালু করেছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রাথমিকভাবে অ্যাপটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এ অ্যাপে সেলফি তুললে সেটি বিশেষ বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রয়োজন অনুসারে সম্পাদনা করে দেবে। শুধু সফটওয়্যারেই সীমাবদ্ধ না থেকে নানা ধরনের যন্ত্র উপযোগী অ্যাপ তৈরিতে মনোযোগী মাইক্রোসফটের এটি অন্যতম একটি উদ্যোগ বলে জানা গেছে। এ অ্যাপ সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, মাইক্রোসফট সেলফি নামের অ্যাপটি স্কাইপ বা অন্য কোনো সফটওয়্যারের অ্যাড-অনস বা ছোট প্রোগ্রাম নয়। এটা একটি ক্যামেরাভিত্তিক ছবি সম্পাদনার সুবিধাযুক্ত টুলস, যা সেলফি তোলার উপযোগী করে তৈরি করা হয়েছে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বুদ্ধিমত্তাভিত্তিক বৈশিষ্ট্য, যাতে প্রয়োজন অনুযায়ী ছবি সম্পাদনা করতে পারে। অ্যাপটি সেলফি দেখে বয়স, লিঙ্গ, স্কিনটোন, লাইটিং ইত্যাদি বিষয় জেনে নিয়েই সম্পাদনা করে দেবে ছবি। এ ছাড়া ব্যবহারকারী চাইলে নিজের পছন্দ অনুযায়ী ছবিতে বিশেষ সম্পাদনাও করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১১:২২:০৬ ২৯৫ বার পঠিত