শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
Home Page » বিশ্ব » ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
বঙ্গ-নিউজ ডটকমঃ
তেহরান: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে আমেরিকা -এমন খবর প্রকাশ হওয়ার পর ড. রুহানি এ নির্দেশ দিলেন। এজন্য তিনি একটি ডিক্রি জারি করেছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানকে পাঠানো ওই ডিক্রিতে প্রেসিডেন্ট রুহানি নির্দেশ দিয়েছেন যে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করতে হবে। তিনি জেনারেল দেহকানকে বলেছেন, আমেরিকা অবৈধ ও শত্রুতামূলকভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। এ অবস্থায় সশস্ত্র বাহিনীর জন্য আরো গতি ও আন্তরিকতার সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদন জোরদার করা জরুরি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে-ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার দায়ে ইরান, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এ খবর বের হওয়ার একদিন পর ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নিজ দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার নির্দেশ দিলেন। পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া চূড়ান্ত সমঝোতার পর যখন তেহরানের ওপর থেকে অবৈধ পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তুতি চলছে তখন আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে বলে খবর বের হয়েছে। তবে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ। সূত্র: এপি, রয়টার্স
বাংলাদেশ সময়: ১৭:১২:০৬ ২২৩ বার পঠিত