বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫

নতুন স্মার্টফোন বাজারে আনছে এইচপি

Home Page » এক্সক্লুসিভ » নতুন স্মার্টফোন বাজারে আনছে এইচপি
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫



এইচপির তৈরি উইন্ডোজ ফোন এ রকম হতে পারেবঙ্গনিউজ ডটকমঃ নতুন বছরের শুরুতেই উইন্ডোজ ১০ সফটওয়্যারচালিত নতুন স্মার্টফোন বাজারে আনতে পারে হিউলেট-প্যাকার্ড (এইচপি)। নতুন এই ফোনের নাম হতে পারে ‘এইচপি ফ্যালকন’।


২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই স্মার্টফোন আনতে পারে এইচপি।


ফ্যালকন স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট, দুই জিবি র‍্যাম। পাঁচ দশমিক আট ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে যুক্ত স্মার্টফোনটিতে ৬৪ জিবি বিল্ট ইন স্টোরেজ সুবিধা থাকবে।


স্মার্টফোনটির পেছনে ২০ ও সামনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।


বাজার বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ১০ সফটওয়্যারচালিত স্মার্টফোনের বাজারে এইচপির তৈরি ফ্যালকন ফোনটি হবে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল মডেল দুটির চেয়েও উন্নত। এতে ব্যবহারকারীদের উইন্ডোজফোন বেছে নেওয়ার ক্ষেত্রে সুযোগ বাড়ছে।


এর আগে বেঞ্চমার্ক তালিকাভুক্তির সাইট জিএফএক্স বেঞ্চ এ ফোনের তথ্য ফাঁস করেছে। এইচপি মূলত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এ বছরের নভেম্বর মাস থেকে এইচপি মূলত দুটি বিভাগে ভাগ হয়ে কার্যক্রম শুরু করে। একটি হচ্ছে পিসি ও প্রিন্টার ও আরেকটি কর্মাশিয়াল প্রযুক্তিপণ্য।

বাংলাদেশ সময়: ১১:৫২:৩৬   ২৯৪ বার পঠিত