মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
খুশিমতো ভোট দিতে পারলে…
Home Page » আজকের সকল পত্রিকা » খুশিমতো ভোট দিতে পারলে…মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কমিশনেরই লাভ হবে। কারণ তাদের (ইসি) বিরুদ্ধে যে আস্থাহীনতা আছে তা তারা দূর করতে পারবে। তিনি বলেন, ভোটের আগের অবস্থা যে সহনশীল আছে, তা নয়। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সিইসিকে এ ব্যাপারটি দেখার অনুরোধ করা হয়েছে। এ ধরনের আরও উদাহরণ আছে। শুধু গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার হিসাব ধরলে দেখা যাবে, আওয়ামী লীগের কোন্দল বাদে ৯০ শতাংশ হামলাই ছিল বিএনপি ও এর সমর্থকদের ওপর।
বিএনপির এই নেতা বলেন, ভোটাররা যেন যাঁকে খুশি তাঁকে ভোট দিতে পারেন। ভোটের রেজাল্ট শিট যেন কারও নির্দেশে পরিবর্তন না হয়, সেটা লক্ষ রাখতে সিইসিকে আহ্বান জানিয়েছি।
নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা কতটুকু—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মঈন খান বলেন, এ কমিশনের ওপর আস্থা কতটুকু আছে তা তো সবাই জানেন।
সিইসির সঙ্গে এ বৈঠকে মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:১৪:০৯ ২৫৮ বার পঠিত