রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫
শাহজালালে ২কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার: আটক১
Home Page » অর্থ ও বানিজ্য » শাহজালালে ২কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার: আটক১বঙ্গনিউজ ডটকমঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের প্রিভিনটিভ টিম অভিযান চালিয়ে ৪কেজি স্বর্ণের বাসহসহ এক যাত্রীকে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান দাম ২ কোটি টাকা হবে বলে জানা গেছে। আটক যাত্রীর নাম মো. রাসেল (২৫)। তার বাড়ি কুমিল্লা এলাকায় বলে জানা গেছে। তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসছিলেন।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহিদুজ্জামান এক ক্ষুদেবার্তায় শীর্ষ নিউজকে বলেন, শনিবার রাত সাড়ে ৯টার সময় মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট নং- এমএইচ-১৯৬ এর যাত্রী রাসেল রাত সাড়ে ৯ টায় বিমানবন্দরে নামেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশী চালানো হয়। এসময় সেখান থেকে ৪কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাকে আটকের পর কাস্টমস হাউজে নেওয়া হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৩৫:০৮ ২৬৪ বার পঠিত