বঙ্গনিউজ ডটকমঃ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বিতর্ক আছে’ বলে মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে নালিশি মামলা গ্রহণের আবেদন করা হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক আজ রোববার সকালে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে ওই আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা নেওয়া হবে কি হবে না, সে বিষয়ে আদেশের জন্য রেখেছেন। আজ এ বিষয়ে আদেশ দেওয়া হতে পারে।
বাংলাদেশ সময়: ১২:২৬:১৮ ৩৪১ বার পঠিত