শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫

আল রিআন এর কবিতা-তোমার অপেক্ষায় ১৮/১২/১৫

Home Page » সাহিত্য » আল রিআন এর কবিতা-তোমার অপেক্ষায় ১৮/১২/১৫
শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫



sm3.jpg
ভালবাসো আর নাই বা বাসো
আমি ভালবাসবই।
তোমার গৃহের দুয়ারের সামনে -নিত্য দিনে
পুস্প আমি রাখবই।
তোমার হাতে না হোক
পদোদলিতে পৃষ্ট হোক মোর লালফুল গুলো।
ভালো না বাসো, বেসনা আমায়,এই আশায় মনে রেখ চিরকাল
আমার ভালোবাসা সত্য ছিলো।
তুমি সুখি হও তোমার মত করে
তোমার সুখের পথে কাটা না হয়ে যাব চলে বহু দূরে।
ঘর না হয় বাধবে না, এই করেছ পণ
কতইবা আর হবে দোস একবার না হয় যাবে ভালবেসে
সত্যি না হোক,ক্ষণিকের জন্য করলে অভিনয়
ভালবাসায় এতটুকোও বা কম পাওয়া কিসে।
এই আশাতে,রোজ সকালে
তোমার বাড়ীর পথে ফুল বিছিয়ে তোমার আশায় পথ চেয়ে রই।
তোমার পায়ের স্পর্শ লাগবে বাগানের সদ্য ফোটা ফুলে
আমি একমনে তোমায় ভাল বেসেই যাব
যাও যতই, যাও মোরে ভুলে
হও তুমি সুখি তোমার মত করে
তোমার আশায় কাদব না হয় আমি জনম জনম ভরে।

বাংলাদেশ সময়: ২২:১৩:৫৬   ৩০৯৪ বার পঠিত