শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫

বড়দিনে ‘হামলার পরিকল্পনা’ ছিল জঙ্গিদের

Home Page » আজকের সকল পত্রিকা » বড়দিনে ‘হামলার পরিকল্পনা’ ছিল জঙ্গিদের
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫



বড়দিনে ‘হামলার পরিকল্পনা’ ছিল জঙ্গিদের

বঙ্গনিউজ ডটকমঃ মিরপুর থেকে গ্রেফতার হওয়া সাত জেএমবি জঙ্গি বড়দিনে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের উপর বড় ধরণের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। বৃহস্পতিবার মিরপুরে একটি ফ্ল্যাটে প্রায় ১২ ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে সাত জঙ্গিসহ আত্মঘাতী হামলার সরঞ্জাম, ১৬ টি ঘরে তৈরি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে।

 

বৃহস্পতিবার সেই অভিযানের পর একটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে ডিএমপির গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, তারা বড়দিন উদযাপনের সময় সংখ্যালঘুদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এটা অনেক বড় প্রশান্তি যে তারা কোনো ক্ষতি করার আগেই আমরা বড়দিন উদযাপনের সময় সংখ্যালঘুদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এটা অনেক বড় প্রশান্তি যে তারা কোনো ক্ষতি করার আগেই আমরা তাদের ধরতে পেরেছি।

 

গ্রেফতার হওয়া সাতজনের কমপক্ষে তিনজন জেএমবির শীর্ষস্থানীয় তিনজন রয়েছে। এর আড়ে বড়দিন ও বছর শেষের প্রার্থনার সময়ে কর্তৃপক্ষের কাছে আরো বেশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন খ্রিস্টান কমিউনিটির নেতারা। সেপ্টেম্বরের পরে দুইজন খ্রিস্টান যাজকের উপর জঙ্গি হামলা হয়েছে এবং ২৮ জনকে মৃত্যু হুমকি দেয়া হয়েছে। 

 

গ্রেফতার হওয়া জঙ্গিদের মিরপুরের শাহ আলি সেকশনের একটি তিনরুমের অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার হওয়া জঙ্গিদের বাসা থেকে উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর সঙ্গে হোসেনি দালালে হওয়া হামলা হওয়া গ্রেনেডের সঙ্গে মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সেই হামলার দায় স্বীকার করেছিল। তবে সরকার কখনো ইসলামিক স্টেটের উপস্থিতি স্বীকার করেনি বরং বার বার বলেছে বাংলাদেশে সৃষ্ট এই জঙ্গিরাই এই হামলা করেছে।  

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৭   ৩৪২ বার পঠিত