শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
পুনঃসংযোগ ফি লাগবে না ল্যান্ডফোনে
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » পুনঃসংযোগ ফি লাগবে না ল্যান্ডফোনে
বঙ্গনিউজ ডটকমঃ বন্ধ থাকা ল্যান্ডফোনের পুন:সংযোগে কোনো ফি নেবে না বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)।
সংযোগ বন্ধ হওয়ার ছয় মাসের মধ্যে বকেয়া পরিশোধ করলে এ সুবিধা পাওয়া যাবে। গ্রাহক বকেয়া পরিশোধ করে পুনঃ সংযোগের আবেদন করলে কোনো ফি ছাড়াই সংযোগ চালু করে দেয়া হবে।
চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই এ সুবিধা কার্যকর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানিয়েছে। এদিকে আগুনে পুড়ে বিকল হয়ে পড়া রমনা এক্সচেঞ্জের ২৪৫টি টেলিফোন সংযোগ চালু করতে কাজ শুরু করেছে বিটিসিএল। টয়েনবি সার্কুলার রোড, হাটখোলা রোড এবং ফোল্ডার স্ট্রিট এলাকার এসব সংযোগ আগামী তিন-চারদিনের মধ্যেই সচল হবে বলে সংস্থাটি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৩:২২ ৩৩৫ বার পঠিত