শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫

সফটওয়্যার যখন আবহাওয়া প্রতিবেদক

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » সফটওয়্যার যখন আবহাওয়া প্রতিবেদক
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫



মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যারবঙ্গনিউজ ডটকমঃ চীনের সাংহাইয়ের ড্রাগন টিভি মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সফটওয়্যারকে আবহাওয়া প্রতিবেদকে দায়িত্ব দিয়েছে। সকালে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে সরাসরি আবহাওয়ার প্রতিবেদন দেখাচ্ছে এই রোবটটি। বার্তা সংস্থা আইএএনএসের একটি খবরে এ তথ্য জানানো হয়েছে।

২২ ডিসেম্বর মঙ্গলবার জিয়াওআইস নামের এই রোবটটি তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে।

সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াওআইস মূলত মাইক্রোসফটের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমান রোবট যা স্মার্ট ক্লাউড ও বিগ ডেটা বিশ্লেষণ করে আবহাওয়ার তথ্য তুলে ধরে। প্রথম দুই দিনের কাজে কৃত্রিম কণ্ঠস্বরের মাধ্যমে আবহাওয়ার খবর শুনিয়ে দর্শককে মুগ্ধ করেছে এ সফটওয়্যারটি।

মাইক্রোসফটের দাবি, জিয়াওআইসে কৃত্রিম বুদ্ধিমান টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে এটি নিমেষে মন্তব্য করতে পারে।

অনেকে আশঙ্কা করছেন, টিভি উপস্থাপক ও আবহাওয়া প্রতিবেদকদের চাকরি হুমকির মুখে ফেলতে পারে মাইক্রোসফটের এই সফটওয়্যার।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩২   ৩৮৮ বার পঠিত