শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতির মৃত্যু।

Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতির মৃত্যু।
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫



 Road-1

বঙ্গ-নিউজ ডটকমঃ

লালমনিরহাটে বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় দাদা আব্দুর জব্বার (৬৫) ও নাতি মরিফুল ইসলাম (১০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর জব্বার ও তার নাতি মরিফুল ইসলাম উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজেরানী গ্রামের বাসিন্দা। মরিফুল ইসলাম হাজেরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি বাঁশবোঝাই ট্রাক ভুল্লারহাট বাজার এলাকায় একটি ব্রিজ পাড় হওয়ার সময় উল্টে গেলে চাপা পড়ে দাদা ও নাতি ঘটনাস্থলেই মারা যায়। দাদা ও নাতি ওই রাস্তা দিয়ে ভুল্লারহাটে এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:২২   ৩৯৩ বার পঠিত