শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫

এবার ৮ সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি!

Home Page » আজকের সকল পত্রিকা » এবার ৮ সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি!
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫



 newspapers

বঙ্গ-নিউজ ডটকমঃ

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের আটজন তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।বুধবার রাত সাড়ে ৯টার দিকে ‘ইন্টারন্যাশনাল জিএমবি’ (আইজিএমবি) নামের সংগঠনের পরিচয় দিয়ে প্রত্যেকের মুঠোফোনে আলাদাভাবে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। হুমকির এসএমএস পেয়েছেন কালের কণ্ঠের মোহাম্মদ খান, আমাদের সময়ের ওয়াশিকুর রহমান শাহীন, দৈনিক যুগান্তরের তরিক রহমান, সমকালের হাসান জাকির, দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দিন, সকালের খবরের তারিকুর রহমান খান বাদল, আলোকিত বাংলাদেশের মোস্তাফিজুর রহমান সোহাগ এবং কালের কণ্ঠের মাসুদ রুমী। ‘০১৮৭৩১৪৯৫৮০’ নম্বর থেকে পাঠানো ওই হুমকির মেসেজে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে বলা হয়, ‘আপনার শেষ ইচ্ছা পূরণ করে নিন কারণ আপনি জীবনের একেবারে শেষের দিকে আছেন। খুব শিগগিরই আপনি আমাদের হাতে খুন হবেন।’ এসএমএসের শেষে প্রেরক হিসেবে ‘জামান মজুমদার’ পরিচয়ে একটি নামের উল্লেখ আছে। যিনি নিজেকে জিএমবির ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর বলে পরিচয় দিয়েছেন। হুমকি পাওয়ার পর সাংবাদিকেদের অনেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৮   ৩৬৩ বার পঠিত