শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
আচরণবিধি ভেঙ্গে আ. লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন এমপি।
Home Page » আজকের সকল পত্রিকা » আচরণবিধি ভেঙ্গে আ. লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন এমপি।
বঙ্গ-নিউজ ডটকমঃ
খুলনার চালনা পৌরসভায় নিজ দল থেকে মনোনয়ন পাওয়া মেয়র পদপ্রার্থী পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) এস এম মোস্তফা রশিদী সুজা। বৃহস্পতিবার বিকেলে দাকোপ উপজেলার চালনা পৌরসভার সীমান্ত এলাকার কয়েক গজ দূরে আয়োজিত কর্মিসভায় তিনি এ কথা বলেন। এমপি বলেন, ‘বিজয়ের মাসে নৌকা প্রতীকের পরাজয় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোনো নেতা-কর্মী নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিলে এবার রক্ষা পাবে না।’ অনুষ্ঠানে এস এম মোস্তফা রশিদী সুজা চালনা পৌরসভার মেয়র পদপ্রার্থী সনৎ কুমার বিশ্বাসের মনোনয়নপত্রের কপি দেখান। চালনা পৌরসভার পাশে স্থানীয় পানখালী ইউনিয়নের বারুইখালী লক্ষ্মীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পানখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সরকার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন দাকোপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রঘুনাথ রায়। এর আগে দুপুর আড়াইটার দিকে এমপি সুজা জাতীয় সংসদের স্টিকার সংবলিত নিজস্ব গাড়িতে প্রায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। উপজেলার পানখালী বরণপাড়া ফেরিঘাট থেকে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানায়। অনুষ্ঠানে এমপি সুজা বলেন, ‘আমি দলের কেন্দ্রের নির্দেশে একটি বার্তা দিতে এসেছি। সেটি হলো- যারা নৌকার বিরুদ্ধে যাবে, তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। আর নৌকায় উঠতে পারবে না। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাদের মনোনয়ন দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘ব্যক্তি ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে নৌকা প্রতীকে। নৌকার জয় মানে আমাদের জয়, নৌকাকে বিজয়ী করে ৩০ ডিসেম্বর বিজয় উৎসব করা হবে।’ এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে এমপি পৌরসভা এলাকা দিয়ে গাড়ির বহর নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু অন্য কেউ করলে খবর ছিল।’ স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র ড. অচিন্ত্য কুমার মণ্ডল বলেন, ‘কর্মী সমাবেশের নামে পৌরসভার মাত্র ১০ গজের মধ্যে নির্বাচনী সমাবেশ করা হয়েছে। এ বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছিলেন। ওই কর্মকর্তা তাঁকে বলেছেন, ওই সমাবেশে কোনো নির্বাচনী বক্তৃতা দেওয়া যাবে না বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে।’ এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এস এম মোস্তফা রশিদী সুজা এমপি ওই কর্মিসভায় গিয়েছিলেন বলে তিনি জেনেছেন। তিনি বলেন, ‘সমাবেশটি পৌরসভার বাইরে হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’
বাংলাদেশ সময়: ১০:৫০:১০ ৩৯৫ বার পঠিত