শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
২৫ ডিসেম্বর শুভ বড়দিন,
Home Page » এক্সক্লুসিভ » ২৫ ডিসেম্বর শুভ বড়দিন,বিশেষ প্রতিবেদকঃআজ ২৫ ডিসেম্বর শুভ বড়দিন, ক্রিসমাস ডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দুই হাজারেরও বেশি বছর আগে এদিনেই জেরুজালেমের কাছে বেথেলহেমে মা মেরির গর্ভে জন্ম নেন যিশুখ্রিস্ট। যিশুখ্রিস্টের প্রেম ও মানবিকতার বাণীতে প্রভাবিত হয়ে সব মানুষকে আপন করার দিন। আনন্দ-উৎসবের পাশাপাশি তাঁর শান্তির বাণী ছড়িয়ে দেয়া বড় দিনের শিক্ষা।
বাংলাদেশ সময়: ০:২৩:৫২ ৩৮৮ বার পঠিত