বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫
নওগাঁয় তাবলীগের তিন দিনব্যাপী ইজতেমা
Home Page » আজকের সকল পত্রিকা » নওগাঁয় তাবলীগের তিন দিনব্যাপী ইজতেমাবঙ্গনিউজ ডটকমঃ নওগাঁয় তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ ইজতেমা। আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায়ের পর সান্তাহারে ঢাকা রোড ময়দানে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে পৌষ মাসের শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মসুল্লিরা ছুটে এসেছেন ইজতেমা ময়দানে। আগত মুসুল্লিদের এলাকাভিত্তিক আলাদা-আলাদা বসার স্থান নির্ধারণ করা হয়েছে। রয়েছে অজু ও স্যানিটেশনের ব্যবস্থা। এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমা ময়দানসহ সান্তাহার পশ্চিম ঢাকা রোড ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বসানো হয়েছে পুলিশ ও মেডিকেল ক্যাম্প। নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, আজ সকাল থেকেই ইজতেমা ময়দান ছাড়াও অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া পুরো এলাকাও রয়েছে নজরদারিতে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা ইজতেমা ময়দান এলাকায় মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৪ ২৭৭ বার পঠিত