বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫
সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৫
Home Page » প্রথমপাতা » সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৫বঙ্গনিউজ ডটকমঃ সৌদি আরবের জাজান শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০৭ জন। বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটে হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে হাসপাতালের প্রথম তলা আগুনে পুড়ে গেছে। এখানে প্রসূতি বিভাগ ও ইনসেনটিভ কেয়ার বিভাগ রয়েছে। অগ্নিকাণ্ডের পরপর হাসপাতাল থেকে লোকজনকে বের করে আনা হয়েছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩২ ২৯৯ বার পঠিত