বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫

সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৫

Home Page » প্রথমপাতা » সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৫
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সৌদি আরবের জাজান শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০৭ জন। বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।


সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটে হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে হাসপাতালের প্রথম তলা আগুনে পুড়ে গেছে। এখানে প্রসূতি বিভাগ ও ইনসেনটিভ কেয়ার বিভাগ রয়েছে। অগ্নিকাণ্ডের পরপর হাসপাতাল থেকে লোকজনকে বের করে আনা হয়েছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩২   ২৯৯ বার পঠিত