বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫

পাসওয়ার্ড ছাড়া লগ ইন

Home Page » এক্সক্লুসিভ » পাসওয়ার্ড ছাড়া লগ ইন
বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫



গুগলের পাসওয়ার্ডবিহীন লগ ইন পদ্ধতি।

বঙ্গনিউজ ডটকমঃ জটিল পাসওয়ার্ড মনে রাখা অনেকের জন্য কষ্টকর। গুগল কর্তৃপক্ষ পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে পাসওয়ার্ড ছাড়া লগ ইন পদ্ধতি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার গুগল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেছে, কিছু সংখ্যক গুগলের সেবা ব্যবহারকারীকে পাসওয়ার্ডহীন ব্যবস্থায় লগ ইন পদ্ধতি ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পাসওয়ার্ডহীন এই পদ্ধতিতে দরকার হবে মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তির অ্যাকাউন্ট শনাক্ত করা হবে । গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে এখন ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড লাগে। এ পদ্ধতিতে ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর ইমেইলে আগে থেকে দিয়ে রাখা মোবাইল নম্বরে একটি গোপন কোড পাঠাবে গুগল। গোপন কোডটি ব্যবহার করে অ্যাকাউন্টে ঢোকা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই পদ্ধতিটি পরীক্ষা করে দেখেছে গুগল। চাইলে প্রচলিত পাসওয়ার্ড দিয়েও অ্যাকাউন্টে ঢোকা যাবে। ফিশিং আক্রমণ বা মেইল ব্যবহারকারীদের ধোঁকা দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া ঠেকাতে এই পদ্ধতিটি সাহায্য করবে বলে দাবি করেছে গুগল।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৫   ২৬৪ বার পঠিত