বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫

ইবনে সিনাসহ দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

Home Page » সারাদেশ » ইবনে সিনাসহ দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা
বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ অনুমোদন ছাড়া এক্সরে ইউনিট স্থাপন ও বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান (রিএজেন্ট) ব্যবহারের দায়ে রাজধানীর উত্তরায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টার ও একই এলাকায় আরেকটি হাসপাতালকে চার লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত এ আদালতের অভিযান চলে। র‍্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে উত্তরা ১৩ নম্বর সেক্টরে গরীব-ই নেওয়াজ অ্যাভিনিউয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন না নিয়ে এক্স-রে ইউনিট স্থাপনের দায়ে কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকায় লুবানা জেনারেল হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে হাসপাতালটির কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্তাহীন বিল্লাহ এ অভিযানে নেতৃত্ব দেন। পরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ আদালত বসিয়ে ওই প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে জরিমানা করেন। অভিযানের সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৮:২৯   ৩২৭ বার পঠিত