মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০১৫
কফিতে থাকবে স্বাস্থ্য ও সৌন্দর্য্য অটুট।
Home Page » আজকের সকল পত্রিকা » কফিতে থাকবে স্বাস্থ্য ও সৌন্দর্য্য অটুট।
বঙ্গ-নিউজ ডটকমঃ
কফি প্রেমী অনেক মানুষই আছে। এক মগ কফি সকালে আর সারাদিনে অনেক মগ কফি নাহলে অনেকের চলেই না। কফি ছাড়া অনেকে থাকতেই পারেন না। এই কফির হাজারো গুনাগুণ আছে যা আমরা বলে শেষ করতে পারব না। মুহূর্তেই সতেজ করা এই পানীয় আমাদের শরীরের ভাল সহও আরো অনেক রকম উপকার সাধন করে।
আসুন জেনে নেই স্বাস্থ্য রক্ষায় কফি কি করে -
ক্যান্সার উপশম
কফি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় জরায়ু, স্তন, কোলন ও লিভার ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে।
অধিক ওজন হ্রাস
ক্যাফেইন আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং অতিরিক্ত চর্বি বার্ন করতে সাহায্য করে। ব্ল্যাক কফিতে খুব কম ক্যালোরি রয়েছে। চিনি, কফিমেট বা ক্রিম ছাড়া এক মগ ব্ল্যাক কফি পান করলে দ্রুত ওজন করবে।
হৃদরোগ প্রতিরোধ
হৃদযন্ত্রের প্রদাহ কমাতে ও হৃদরোগ প্রতিরোধ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কফি বিশেষ ভূমিকা পালন করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
যারা নিয়মিত কফি পান করেন, তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কম থাকে।
ক্ষুধা হ্রাস
কফি পানে আমাদের খাবার গ্রহণের আগ্রহ কমিয়ে দেয় ও দীর্ঘ সময় কর্মশক্তি দিয়ে ক্লান্তি দূর করে। এজন্য আমরা যখন ওজন কমাতে ডায়েট করি তখন কফি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
দৃষ্টিশক্তি
কফি পানে আমাদের দৃষ্টিশক্তির উন্নতি হয় এবং অন্ধত্ব প্রতিরোধ করে।
মাইগ্রেন সমস্যা
২-৩ কাপ ব্ল্যাক কফি পান করলে মাইগ্রেন ব্যথা দ্রুত কমতে সাহায্য করে।
আসুন জেনে নেই সৌন্দর্য্য রক্ষায় কফি কি করে -
- কফির মাস্ক তৈরি করে ব্যবহারে চোখের চার পাশের ডার্ক সার্কেল দূর করে। ত্বকের বলিরেখা দূর করে ত্বক রাখে স্বাস্থ্যজ্জ্বল।
- কফিতে থাকা প্রাকৃতিক ভিটামিন ও অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে মসৃণ এবং পরিষ্কার করে, ফলে ত্বক উজ্জ্বল হয়।
- পরিমাণ মতো কফি, চিনি এবং জলপাই তেল নিয়ে মাক্স তৈরি করে মাত্র পাঁচ মিনিট ধীরে ধীরে মাসাজ করুন এর পর পানি দিয়ে ধুয়ে নিন।
- চুল পড়া রোধ করে, চুল ঘন ও মসৃণ করে। নতুন চুল গজাতেও সাহায্য করে। চুলের রং হিসেবেও ব্যবহার করতে পারেন কফি। কফি পানিতে গুলে আধাঘণ্টা চুলে মেখে রাখুন, এবার শ্যাম্পু করুন। ঠিক তেমনটাই হবে, চুলের যে শাইন আপনি চান।
- মানসিক চাপ কমিয়ে আমাদের চাঙ্গা রাখে কফি। এতো গুণের যে পানীয় তা থেকে দূরে থাকা যায়।
বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫৮ ২৭০ বার পঠিত