বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
কবিতা -জন্মভুমি।। - মোঃ আব্দুল মোমিন।।
Home Page » আজকের সকল পত্রিকা » কবিতা -জন্মভুমি।। - মোঃ আব্দুল মোমিন।।
বঙ্গ-নিউজ ডটকমঃ
জন্মভুমি
মোঃ আব্দুল মোমিন
আখি মেলে দেখি যত দূর দীগন্ত জুড়ে
তোমারি রুপ শুধু মোর নয়নে পড়ে।
তুমি মিষ্টি সুরে গান শুনিয়ে জাগাও মোরে,
ঐ কুলেতে লাল টিপ পরে,
করছ আলোর খেলা ।
দেখে কাটছে মোর বেলা।
সবুজ শাড়ি পড়ে সেজেছ
মহারানীর ন্যায়।
পদ্মার-গংগার জলে ভিজিয়ে আছ।
রাঙ্গা পদ্মের ন্যায়।
তুমি অনাহারে দিয়েছ অন্য,
তৃষ্ণায় জল।
তুমি রোদ দুপুরে পথিককে দিয়েছ ছায়া।
ক্লান্তিতে দক্ষিণা দোল।
আধারে পথ চলতে জ্বালিয়েছো আলোর বাতি।
তাইতো ঝিঁঝিরা তোমার গান,গায় সারা রাতি।
তুমি আমার মাতা,সবার মাতা,
তুমি বিশ্বমাতা।
তুমি মায়ার রাণী,
তোমার নেইকো কোনো জুড়ি,
তুমি আমার জন্মভুমি।
ঠিকানাঃ নামঃ মোঃ আব্দুল মোমিন।
পিতাঃ হাসানুজ্জামান
গ্রামঃ গান্দাছি,পোষ্টঃ বাংগড্ডা বাজার , নাংগলকোট ,কুমিল্লা।
মোবাইলঃ ০১৯৬৪৪২১২০০
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৭ ৬৩৬ বার পঠিত