মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫

ওজন কমাবে ধনে পাতার শরবত

Home Page » আজকের সকল পত্রিকা » ওজন কমাবে ধনে পাতার শরবত
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫



1450046834.gifবিশেষ প্রতিবেদকঃস্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্য কমাতে ধনেপাতার শরবত অনেক উপকারী।ধনেপাতার শরবত শরীরের বাড়তি ওজন কমাতে সহায়তা দিতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে একটানা ৫ দিন এই শরবত পান করে মাত্র ৫ দিনেই ভালো ফলাফল পাওয়া যায়।

ধনেপাতা মানবদেহে বিপাক প্রক্রিয়ার উন্নতি করে এবং ইমিউনিটি বৃদ্ধি করে। অন্যদিকে লেবু রক্ত পরিষ্কার করে।

মানবশরীরের রক্তে যে সমস্ত বিষাক্ত পদার্থ ও বর্জ্য থাকে তা নিস্কাশনে লেবু অনেক সাহায্য করে। এতে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কোমাতে সাহায্য করে।

এই পানীয় মাথা ঘুরানো ও বমি বমি ভাব দূর করে। এটি ত্বকের বয়সের ছাপ কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে এবার জেনে নেয়া যাক ধনেপাতার শরবত বানানোর প্রক্রিয়া।

যা যা লাগবেঃ

৬০ গ্রাম ধনেপাতা, ১টি লেবু, এক গ্লাস পানি। এক গ্লাস পানিতে লেবুর রস এবং ধনেপাতা কুচি মিশিয়ে নিন। ভালভাবে মেশানোর পরে পান করতে হবে। এটি মাত্র ৫ দিনে ৫ কেজি ওজন কমিয়ে দিবে। শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে অনেকেরই ওজন বৃদ্ধি পায়। শরীরে চর্বি জমা শুরু করলে তা স্বাস্থ্যে বিভিন্ন ধরণের জটিল রোগ সৃষ্টি করে।

বিশেষ করে মানবদেহে হৃৎপিণ্ড, কিডনি, লিভার ও জয়েন্টে এই চর্বি মারাত্মক ক্ষতি করে। ব্যায়াম করলে ওজন কমে, এই কথাটি যেমন সত্য, তেমনি কিছু ডায়েট পরিকল্পনা মেনে চলতে হয়। এক্ষেত্রে বিপাক প্রক্রিয়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে মানব শরীরে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৫   ৪৫১ বার পঠিত