সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫
সময় বাড়ল অনলাইন পত্রিকা নিবন্ধনের
Home Page » প্রথমপাতা » সময় বাড়ল অনলাইন পত্রিকা নিবন্ধনেরবঙ্গনিউজ ডটকমঃ অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে।
সোমবার সরকারি এক তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তথ্য সচিব মরতুজা আহমদ জানান, ‘পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৫ ডিসেম্বর অনলাইন পত্রিকা নিবন্ধনের শেষ সময় ছিল। কিন্তু এ সময়ের মধ্যে অনেকেই নিবন্ধন করতে পারেনি, সব কিছু বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’
গত ৯ নভেম্বর সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করতে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) পাওয়া যাবে।
নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকেও সংগ্রহ করা যাবে। জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন প্রক্রিয়া শেষ করবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে।
বর্তমানে চালু সব অনলাইন পত্রিকাকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫২ ৩২৩ বার পঠিত