সময় বাড়ল অনলাইন পত্রিকা নিবন্ধনের

Home Page » প্রথমপাতা » সময় বাড়ল অনলাইন পত্রিকা নিবন্ধনের
সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ অনলাইন পত্রিকা নিবন্ধনের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে।

সোমবার সরকারি এক তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তথ্য সচিব মরতুজা আহমদ জানান, ‘পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৫ ডিসেম্বর অনলাইন পত্রিকা নিবন্ধনের শেষ সময় ছিল। কিন্তু এ সময়ের মধ্যে অনেকেই নিবন্ধন করতে পারেনি, সব কিছু বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’

গত ৯ নভেম্বর সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করতে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) পাওয়া যাবে।

নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকেও সংগ্রহ করা যাবে। জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তথ্য অধিদপ্তর অনলাইন পত্রিকাটির নিবন্ধন প্রক্রিয়া শেষ করবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমানে চালু সব অনলাইন পত্রিকাকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫২   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ