বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
জ্বালানি তেলের দাম সাত বছরের সর্বনিম্নে।
Home Page » অর্থ ও বানিজ্য » জ্বালানি তেলের দাম সাত বছরের সর্বনিম্নে।বঙ্গনিউজ ডটকমঃ
ঢাকা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত সাত বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
বিশ্ববাজারে বৃহস্পতিবার প্রতি ব্যারেল অশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৪০ ডলারের নীচে। ২০০৯ সালের ফেব্রুয়ারির পর এটা সর্বনিম্ন দাম।
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক সদস্য দেশগুলোর ওপর কোনো কোটা বা সীমা বেধে দিতে অস্বীকৃতি জানানোর পর তেলের দামের এ পতন হলো।
মঙ্গলবার প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৩৯.৯০ ডলারে। আগের দিনের চেয়ে দাম কমেছে ২.৪ শতাংশ।
গত শুক্রবার ভিয়েনায় ওপেকের বৈঠকে সদস্য দেশগুলোর জন্য তেল উৎপাদনে কোনো কোটা নির্ধারিত না হওয়ায় দাম পড়তে শুরু করে।
বর্তমান তেলের যা চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি হচ্ছে। বিশ্বব্যাপী এখন চাহিদার চেয়ে দৈনিক ২৫ লাখ থেকে ৩০ টন বেশি তেল উত্তোলন করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
বাংলাদেশ সময়: ২১:৩০:৩০ ২৫২ বার পঠিত