মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
ম্যানহোলে পড়ে যাওয়া নীরবের মরদেহ উদ্ধার
Home Page » জাতীয় » ম্যানহোলে পড়ে যাওয়া নীরবের মরদেহ উদ্ধারহাসান মাহমুদ,বঙ্গনিউজ ডটকমঃঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকার শ্যামপুর পালপাড়ায় ম্যানহোলের ড্রেনে পড়ে নিখোঁজ শিশু নীরবের নিথর দেহ উদ্ধার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে শিশুটিতে মৃত ঘোষণা করেন চিকিৎসক।মঙ্গলবার রাত আটটা ২০ মিনিটে প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ শ্যামপুর স্লুইস গেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই স্লুইস গেট দিয়ে স্যুয়ারেজের পানি বুড়িগঙ্গায় পড়ে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আমাদের ডুবুরিরা শিশু সাইফুল ইসলাম নীরবকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা করলে বোঝা যাবে সে জীবিত না মৃত।
নীরবকে পরে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা বলেন, শিশুটিকে পাওয়ার সাথে সাথে তার ইসিজি করা হয়। ইসিজি রিপোর্ট পাওয়ার পর তাকে রাত নয়টায় মৃত ঘোষণা করা হয়।
রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর বাজারের পালপাড়া জাগরণী ক্লাবের সামনের খোলা ম্যানহোলে সাইফুল ইসলাম নীরব নামে ছয় বছরের শিশুটি মঙ্গলবার বিকেলে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৭ ২৭৭ বার পঠিত