শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
‘শিগগিরই বিদ্যুতের লোকজন বাড়ি গিয়ে বিদ্যুৎ ফেরি করবে’ - মতিয়া চোধুরী
Home Page » জাতীয় » ‘শিগগিরই বিদ্যুতের লোকজন বাড়ি গিয়ে বিদ্যুৎ ফেরি করবে’ - মতিয়া চোধুরী
বঙ্গ-নিউজ ডটকমঃ
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের দেশের এক শ্রেণির লোক বাড়ি বাড়ি ফেরি করে চুরি বিক্রি করতেন। এখন সময় এসেছে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের লোকজন বলবে বিদ্যু লাগবে, বিদ্যুৎ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং থানা মাঠে বিদ্যুিবহীন বাড়িতে সোলার হ্যাজাক লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ২০০১ সালে ক্ষমতা থেকে চলে যাবার সময় ৪৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল তত্কালীন আওয়ামী লীগ সরকার। ২০০৯ সাথে ক্ষমতায় এসে ২০০০ মেগওয়াট বিদুত্ পেয়েছি। গত ৭ বছরে আমারা সেই বিদ্যুত্ ১৩ হাজার মেঘওয়াটে উন্নতি করেছি। আরো বিদ্যুত্ আসছে ভুটান, নেপাল ও ভারত থেকে। একই সাথে আমারাও দেশে পারমাণবিক ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি। তাই খুব শিগগিরই ফেরিওয়ালার মতো বিদ্যুতের লোকদেরও বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ অঞ্চলকে হংকংয়ের মতো শহরে পরিণত করবেন। ২০০১ সালে ক্ষমতা থেকে বিদায় নেবার সময়ে দেশে খাদ্য উদ্বৃত্ত রেখে গিয়েছিলাম। ২০০৯ সাথে ক্ষমতা গ্রহণকালে দেশে খাদ্য ঘাটতি পাই। গত ৭ বছরে আবার দেশেকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করে এখন বিদেশেও চাল রফতানি করছি। আমরা জাতিসংঘের পুরস্কার পেয়েছি। জাতিসংঘের পুরস্কার পয়সা দিয়ে কেনা যায় না। পর পর তিন বছর খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জন্যই এই পুরস্কার আমরা পেয়েছি। উপজেলা প্রশাসন আয়োজিত লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক হুইপ ও স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফকির আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, লৌহজং ইউএনও মো. খালেকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন আক্তার স্বর্ণা।
বাংলাদেশ সময়: ১৮:৪৮:৪৭ ২৬১ বার পঠিত