শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
‘সবুজ সংকেত পেলেই খুলে দেয়া হবে ফেসবুক’।
Home Page » আজকের সকল পত্রিকা » ‘সবুজ সংকেত পেলেই খুলে দেয়া হবে ফেসবুক’।
বঙ্গ-নিউজ ডটকমঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন- আইন শৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অ্যাপসগুলো খুলে দেয়া হবে। শনিবার সিলেট এমসি কলেজে ওয়াই-ফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথ বলেন। এসময় মন্ত্রী আরো বলেন- অপব্যবহার রোধেই সাময়িকভাবে এগুলো বন্ধ রাখা হয়েছে। তবে এটি সাময়িক, সবুজ সংকেত পেলেই এসব মাধ্যম খুলে দেয়া হবে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, রবি’র চীফ কর্পোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধরোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তার মন্ত্রীসভায় পাঠানো হবে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন- ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে ৫ কোটিতে দাঁড়িয়েছে। এসময় এমসি কলেজে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর ফলে একসাথে ৫০০ শিক্ষার্থী একসাথে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:২৪ ২৫১ বার পঠিত