শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
‘আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ’:স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » ‘আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ’:স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজ ডটকমঃ
বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আফগানিস্তান-পাকিস্তানের পর ইরাক-লিবিয়া-সিরিয়াকে শেষ করে এখন বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।’ শনিবার সকালে কামরাঙ্গীরচর এলাকার ইমামদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) নামে কোনো সংগঠন নেই আবারো দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো একটি ঘটনা ঘটিয়েই ৫ মিনিটের ভেতর মিডলইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়। সেই আমেরিকার একটি ডাইরেক্ট বার্তার মাধ্যমে বলে, এটা আইএস করেছে।’ তিনি বলেন, ‘আইএসের কোনো সংগঠন নেই। আইএসের কোনো এখানে কার্যকলাপ নেই। কিন্তু বলছে, আইএস করছে।’ আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না এ দেশকে।’ এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদের ইমামদের এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ জানান। মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ স্থানীয় আলেমরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭:৩১:১৮ ২৪০ বার পঠিত