শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
চীনের সামরিক বিমানের পিছু নিল জাপানি জঙ্গিবিমান!
Home Page » আজকের সকল পত্রিকা » চীনের সামরিক বিমানের পিছু নিল জাপানি জঙ্গিবিমান!
বঙ্গ-নিউজ ডটকমঃ
জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে চীনের ১১টি সামরিক বিমান মহড়া দেয়ার পর জাপানও তার জঙ্গিবিমান সেখানে পাঠিয়েছে। তবে চীন বলছে, দীর্ঘপাল্লার যুদ্ধ সক্ষমতার উন্নয়নে এই মহড়া চালিয়েছে তারা। চীনের বিমান বহরে ছিল আটটি বোমারু বিমান, দুটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমান এবং একটি আগাম সতর্কতাকারী বিমান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুক্রবার এগুলো জাপানের মিয়াকো এবং ওকিনাওয়া দ্বীপপুঞ্জের আকাশসীমা লঙ্ঘন করে। চীনের বিমান বাহিনীর মুখপাত্র শেন জিঙ্ক বলেছেন, পশ্চিম প্রশান্ত অঞ্চলের এই মহড়ায় বেশ কয়েকটি বিমান অংশ নেয়। সাগরে এ ধরনের উন্মুক্ত মহড়ায় চীনের সামরিক বাহিনীর দূরপাল্লার যুদ্ধ সক্ষমতা বাড়ছে বলে জানান শেন। জাপানে আকাশসীমা প্রায়ই লঙ্ঘন করে চীন ও রাশিয়ার জঙ্গিবিমান। আর এটা ঠেকাতে জাপানকে প্রতি বছর শত শত বার জঙ্গিবিমান পাঠাতে হয়। পূর্ব চীন সাগরের মালিকানা নিয়ে এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সূত্র: আলজাজিরা
বাংলাদেশ সময়: ১৭:২৬:১৪ ২৬৪ বার পঠিত