বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হিজাব নিষিদ্ধ!!!

Home Page » শিক্ষাঙ্গন » বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হিজাব নিষিদ্ধ!!!
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫



 BU

বঙ্গ-নিউজ ডটকমঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হিজাব নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন, ক্যামেরা, ঘড়ি নিয়েও কোন পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে ভিসি ড. এস এম ইমামুল হক এ তথ্য জানান। একই সঙ্গে এবার ভর্তি পরীক্ষায় বিএম কলেজ ও সৈয়দ হাতেম কলেজ কেন্দ্র বাতিল করা হয়েছে। বিকাল ৫টায় সিটি ক্যাম্পাস হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভিসি আগামী ২৭ ও ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করলে উপস্থিত সাংবাদিকবৃন্দ এর প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত মাত্র ২ মিনিটের জন্য সাংবাদিক প্রবেশে অনুমতি দেন। তবে সাংবাদিকদের সঙ্গে ভিসিও উপস্থিতি থাকবেন বলে জানান। ভিসি ড. ইমামুল হক বলেন, বোরখা পরে ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে তবে হিজাব পরতে পারবে না। এবার ৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রাচ্যের ভেনিস খ্যাত সরকারি বিএম কলেজ ও সরকারি সৈয়দ হাতে আলী কলেজ কেন্দ্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত বছর এ কেন্দ্র দুটিতে ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪০   ৩৬১ বার পঠিত