বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

২০১৬ সাল হবে আরও উষ্ণতম বছর!!

Home Page » আজকের সকল পত্রিকা » ২০১৬ সাল হবে আরও উষ্ণতম বছর!!
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫



 2015_11_26_13_52_04_bn1q2DYNU9jEpULyIWCo7o3XLFiHGz_original

বঙ্গ-নিউজ ডটকমঃ

আসছে ২০১৬ সাল ২০১৫ সালের চেয়ে উষ্ণতম বছর হবে বলে গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। ওই সংস্থার আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই মুহূর্তে এল নিনোর ভাবগতিক যা, তাতে ২০১৬ সাল আরও কষ্টকর হতে চলেছে। কারণ আগামী বছর বিশ্বের গড় তাপমাত্রা চলতি বছরের রেকর্ডকে ছাপিয়ে যতে পারে। ২০১৫ শেষ হতে আরও ৩৫ দিন বাকি। ডব্লিউএমও এর আশঙ্কা, ওই সময়ের মধ্যে পৃথিবীর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৯৬১ সালের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডব্লিউএমও-র সমীক্ষায় দেখা গিয়েছে, এ বছর পৃথিবীর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৯৬১ থেকে ৯০ সালের তুলনায় ০.৭৩ ডিগ্রি বেড়েছে। ১৯৬১ থেকে ৯০ সাল পর্যন্ত পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। জেনেভায় বিশ্ব আবহাওয়া সংস্থার সেক্রেটারি জেনারেল মাইকেল জরাড এ দিন আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে বলেছেন, ‘পৃথিবীর পক্ষে এটা খুবই খারাপ খবর।’ পৃথিবী জুড়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ প্রশান্ত মহাসাগরে জলস্তরের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি। এই প্রাকৃতিক প্রবণতার নামই ‘এল নিনো’। তার দুরন্তপনায় কোথাও খরা তো কোথাও অতিবর্ষণ বা অকালবর্ষণ। কোথাও অসময়ে হাড়-কাঁপানো শীত তো কোথাও শীত কালেও অসহ্য গরম। ডব্লিউএমও এ দিন যে-বিবৃতি প্রকাশ করেছে, তাতে আগামী বছর বর্ষার হাল কী হবে, সেটা ভাবিয়ে তুলেছে তাঁদের।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৯   ৩৪৭ বার পঠিত