বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

ছাত্রী ধর্ষণের দায়ে পরিমলের যাবজ্জীবন

Home Page » আজকের সকল পত্রিকা » ছাত্রী ধর্ষণের দায়ে পরিমলের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫



Porimon-0120130822135632বঙ্গ-নিউজ ডটকমঃছাত্রী ধর্ষণের দায়ে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছেন তাঁকে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরের পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালাউদ্দিন আহম্মেদ এ রায় প্রদান করেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‌এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন পুলিশের পরিদর্শক এস এস শাহাদাৎ হোসেন ও পুলিশ পরিদর্শক মাহবুব এ খোদা। বিশেষ করে পরিদর্শক শাহাদাৎ এই মামলার তদন্তে চরম অদক্ষতা ও গাফিলতি দেখিয়েছেন। তাঁরা সঠিকভাবে তদন্ত করলে, বিচারপ্রার্থীর অভিযোগ সমর্থনের জন্য তা অধিকতর সহায়ক হতো। তবে, তাঁদের তদন্তের দুর্বলতার কারণে এ মামলার যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি, তা বলা যায় না।

রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, রাষ্ট্রপক্ষ থেকে আদালতে উপস্থাপিত মৌখিক, দালিলিক ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো।
উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ২০১১ সালের ২৮ মে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন পরিমল। এ ঘটনায় একই বছরের ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। এর দুদিন পর (৭ জুলাই) পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।

ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ২৮ নভেম্বর পরিমলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আর প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেনে আরা ও লুৎফুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রায় চার বছর ধরে বিচারকাজ চলার পর বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

এ মামলার ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফোরকান মিয়া ভোরের পাতাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা হয়েছে, তাই আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’

আসামী পক্ষ আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাননি এমন অভিযোগ এনে পরিমলের আইনজীবী মাহফুজ মিয়া বলেন,‌ ‘এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।’

বাংলাদেশ সময়: ১:২২:১৭   ৩৩৮ বার পঠিত