মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫

‘ফেসবুক বন্ধ থাকায় নাশকতা হয়নি’

Home Page » প্রথমপাতা » ‘ফেসবুক বন্ধ থাকায় নাশকতা হয়নি’
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর দেশে কোনো নাশকতা হয়নি বলে দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘ফেসবুক বন্ধ থাকায় প্রোপাগান্ডা ছড়ানো এবং নাশকতা রোধ করা গেছে।’

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারানা হালিম।

তিনি বলেন, ‘সরকার যতক্ষণ পর্যন্ত মনে করবে, একজন মানুষও নিরাপদ না, ততদিন এসব বন্ধ রাখা হবে।’ সরকারি নির্দেশনা এলেই ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ সময় ‘পরবর্তী নির্দেশ’ কোথা থেকে আসবে—তা জানতে চান সাংবাদিকরা। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক এই যোগাযোগমাধ্যম বন্ধের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন আবার সমন্বিতভাবে সিদ্ধান্ত আসবে, তখনই খুলে দেওয়া হবে।’

ফেসবুকসহ এসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের কারণে দেশের প্রায় ১১ হাজার ই-কমার্স ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান সাংবাদিকরা। সরকারের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর প্রতিকার সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি।’ সাময়িক যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি মেনে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তারানা হালিম বলেন, ‘সরকার আইনসম্মতভাবেই এসব বন্ধ করে রেখেছে। দেশের জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা সবকিছু দেখা সরকারের দায়িত্ব। এই নিরাপত্তা বিধানের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এমন সিদ্ধান্ত বিশ্বের বিভিন্ন দেশেই নেওয়া হয়েছে। কোনো কোনো দেশ আছে, যারা পুরো ইন্টারনেট সুবিধাই বন্ধ করে দেয়। বাংলাদেশে তো সেটা করা হয়নি।’

বাংলাদেশ সময়: ১১:৩৬:১৬   ২৮১ বার পঠিত