সোমবার, ২৩ নভেম্বর ২০১৫

সচিব পদে রদবদলের সম্ভাবনা।

Home Page » আজকের সকল পত্রিকা » সচিব পদে রদবদলের সম্ভাবনা।
সোমবার, ২৩ নভেম্বর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

সচিব পদে রদবদলের সম্ভাবনা রয়েছে আজ। পাঁচটি শূন্যপদের বিপরীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা চলছে।

আর এ ক্ষেত্রে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নতুন করে কয়েকজন কর্মকর্তার ভাগ্য খুলতে পারে। এমন আশাবাদ ও সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র।

জানা গেছে, বর্তমানে ভূমি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রাইভেটাইজেশন কমিশন এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব পদ শূন্য রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এ মাসের প্রথম সপ্তাহে যোগ দেয়ায় মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ অবসরে গেছেন ১৫ নভেম্বর। সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. শাহজাহান আলী মোল্লাও ইতোমধ্যে অবসরে গেছেন। অবসরজনিত কারণে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পরিক্ষিৎ দত্ত চৌধুরীর পদটিও শূন্য রয়েছে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী অবসরোত্তর ছুটিতে যাবেন ৩০ নভেম্বর। আসন্ন রদবদলের হিসেবে এই পদটিকেও এক রকম শূন্য ধরে নিয়ে নতুন পদায়নের ছক কষা হচ্ছে।

সূত্র জানায়, এই পাঁচটি শূন্যপদ আজ পূরণ হতে পারে। এজন্য পরিবর্তন আসতে পারে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে। তবে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে কে বা কারা দায়িত্ব পাচ্ছেন তা এখন দেখার বিষয়। ৮৪ ব্যাচের এক কর্মকর্তার ভাগ্য শেষ মুহূর্তে এসে আবারও নড়চড়ে হয়ে গেছে। এবার তার ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ার জোর সম্ভাবনা দেখা গেলেও গতকাল থেকে তা ফিকে হতে থাকে। অথচ তার আশপাশের অনেকে ইতোমধ্যে ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদেও পদোন্নতি পেয়ে গেছেন।

ওদিকে ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে কে আসীন হবেন তা নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। শেষ পর্যন্ত যেন একজন পজিটিভ মনোভাবাপন্ন আমলা এ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তেমনটিই প্রত্যাশা করছেন অনেকে।

সূত্র বলছে, নানা অসন্তুষ্টির কারণে সচিবালয়ের বাইরে থাকা একজন গুরুত্বপূর্ণ সচিবের পদ নিয়েও এ যাত্রায় টান পড়তে পারে। আর তাই যদি হয় তাহলে দু-একটি বড় মন্ত্রণালয়ের সচিব পদেও রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

এদিকে সচিব রদবদলের পাশাপাশি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি, অতিরিক্ত সচিবের পদেও রদবদল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদটিতে কর্মরত মহিবুল হককে ঢাকা বিভাগীয় কমিশনার পদে পোস্টিং দেয়ার আগের সম্ভাবনাটি একটু থিতিয়ে গেছে। অনিবার্য কারণে আপাতত তাকে সেখানে দেয়া হচ্ছে না। এই

অতিরিক্ত সচিবকে সচিবালয়ের ভেতরে উন্নয়ন সংশ্লিষ্ট একটি বড় মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। আর শেষ পর্যন্ত খবরটি সত্যি হলে এই পদে তার টানা তিন বছর দায়িত্ব পালনের ইতি ঘটবে আজ। তদস্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই পদটিতে নতুন মুখ হিসেবে ৮৬ ব্যাচের কাউকে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ৯:১০:১৪   ২২১ বার পঠিত