রবিবার, ২২ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর জন্য মায়ার দীর্ঘায়ু কামনা

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রীর জন্য মায়ার দীর্ঘায়ু কামনা
রবিবার, ২২ নভেম্বর ২০১৫



bongo-news-2.jpgবিশেষ প্রতিনিধিঃমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরে ‘আনন্দে আত্মহারা’ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া।রোববার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশেনে সংরক্ষিত (আসন-৫০) আসনের সংসদ সদস্য বেগম খোরশেদ আরা হকের লিখিত প্রশ্নের উত্তরে এ কথা বলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরক্রিম উপাধি খেতারপ্রাপ্ত এই নেতা বলেন, ‘আজ রাতে দুজন যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। সারা দেশের মানুষ কেউ রাতে ঘুমায়নি। শুরু থেকে শেষ পর্যন্ত তারা টেলিভিশনের সামনে বসে ছিল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য। আজকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।’

মায়া আরো বলেন, ‘আমি প্রায়ই বলি, শেখ হাসিনা থাকলে দেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে গনতন্ত্র থাকবে, শেখ হাসিনা থাকলে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা চিরকাল থাকবে। এই মুজাহিদ আমার সহযোদ্ধা জুযেল, বদি, রুমিকে হত্যা করেছে। আমি যখন তাদের বাড়িতে যেতাম, তখন রুমির মা জাহানারা ইমাম আমার শার্টের কলার ধরে বলেছিলেন, আমার রুমি হত্যার কি বিচার হবে না। সেদিন আমি তার কথার কোন উত্তর দিতে পারি নাই।’

আজকে সংসদে দাড়িয়ে সারা দেশের মানুষকে বলতে চাই, শেখ হাসিনা থাকলে বাংলাদেশে কোন রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশে মাথাচাড়া দিতে দাঁড়াতে পারবে না। বিচার শুরু হয়েছে, বিচার শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪১   ২৪৯ বার পঠিত